নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘আন্ডারগ্র্যাজুয়েট কলোকিয়াম সিরিজ-ফল ২০২৫’ অনুষ্ঠিত

আন্ডারগ্রাজুয়েট কলোকিয়াম সিরিজ - ফল ২০২৫ অনুষ্ঠান
আন্ডারগ্রাজুয়েট কলোকিয়াম সিরিজ - ফল ২০২৫ অনুষ্ঠান © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ‘আন্ডারগ্রাজুয়েট কলোকিয়াম সিরিজ - ফল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এসএইচএসএস কনফারেন্স রুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

গবেষণা ও উপস্থাপনা ভিত্তিক এই আয়োজনের সেশন চেয়ার ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আবদুল হান্নান চৌধুরী। এতে প্রধান আলোচক ছিলেন ইংরেজি এবং আধুনিক ভাষা বিজ্ঞান বিভাগের প্রধান ড. নাজিয়া মনজুর। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইতিহাস ও দর্শন বিভাগের সিনিয়র লেকচারার মোহাম্মদ আসিফুল বাসার।

মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম স্বাগত বক্তব্যে উপস্থাপকদের অভিনন্দন জানিয়ে বলেন, গবেষণার মৌলিকতা বজায় রেখে ধারাবাহিকভাবে একাডেমিক চর্চা চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপস্থাপিত গবেষণাগুলোর পদ্ধতিগত দিক ও গবেষণার মানোন্নয়নের সম্ভাবনা নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যৎ একাডেমিক প্রকাশনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে গবেষণা ও প্রেজেন্টেশনে অংশ নেন তিন শিক্ষার্থী। তারা হলেন- আইন বিভাগের শিক্ষার্থী বশিরুল ইসলাম বিহঙ্গ, ইংরেজি এবং আধুনিক ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত সাচি এবং গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার্থী তানজীম বিনতে পারভেজ। এর মধ্যে বশিরুল ইসলাম বিহঙ্গ ‘রক্ষা নাকি দায়মুক্তি: রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তি বিষয়ে উদীয়মান প্রথাগত আন্তর্জাতিক আইনের কাঠামো’, মিফতাহুল জান্নাত সাচি ‘আন্না কারেনিনা: বিদ্রোহ, মুখোশ ও উন্মাদনা’ এবং তানজীম বিনতে পারভেজ উপস্থাপন করেন ‘জেনজির রাজনৈতিক জাগরণ: সামাজিক মাধ্যমের প্রভাব ও চিন্তার বিকাশ’ শীর্ষক গবেষণা ও প্রেজেন্টেশন।

প্রধান আলোচক ড. নাজিয়া মনজুর উপস্থাপকদের অভিনব গবেষণা প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি তিনজন উপস্থাপকের গবেষণাপত্রের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন এবং প্রতিটি গবেষণার বিষয়ে নিজের মূল্যবান মতামত ব্যক্ত করেন। সেশন চেয়ারের সমাপনী বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী শিক্ষার্থীদের গবেষণামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং এই ধরণের আয়োজনে তাদের পেশাগত ও একাডেমিক বিকাশের সম্ভাবনা তুলে ধরেন। পরিশেষে, অংশগ্রহণকারী উপস্থাপকদের মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের কাছে কৃতজ্ঞতা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা উপস্থিত ছিলেন।