এবার পুলিশ বলল ‘সিগারেট থেকে মিরপুরের বাসে আগুন’
- ১২ নভেম্বর ২০২৫, ১৪:৩৬
রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে দূর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ এসে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের মানুষজন আতঙ্কে ছুটোছুটি শুরু করে। এ সময় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে শাহ আলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে ডিএমপি শাহ আলী থানার এসআই রুহুল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বাসের পিছনে থাকা যাত্রীদের সিগারেট থেকে এ আগুন লেগেছে।
আরও পড়ুন: ‘মিস্ত্রির ভুলে’ থানার সামনে পুলিশের গাড়িতে আগুন
তিনি আরও বলেন, আমরা পুরো ঘটনাটি পর্যালোচনা করছি। কোন গুপ্ত হামলা কি না।
এর আগে, মিস্ত্রির ভুলে রমনা মডেল থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়।
ওসি বলেন, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহত নেই। গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে। তবে এই ক্যান্ড কোনও দুর্বৃত্ত করেনি।
তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনও হতাহত নেই। গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ওসি গোলাম ফারুক।
তারও আগে, রাজধানীর উত্তরায় একটি হাইয়েস মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে আগুন দেওয়ার দায় স্বীকারের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।