‘মিস্ত্রির ভুলে’ থানার সামনে পুলিশের গাড়িতে আগুন
- ১২ নভেম্বর ২০২৫, ১২:৫২
রাজধানীর রমনা থানার সামনে মিস্ত্রির ভুলে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে বলে জানিয়েছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ আগুন কোনো দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান তিনি।
আরও পড়ুন: ‘ইঞ্জিন ত্রুটিতে’ প্রাইভেট কারে আগুন, নিজের নামে চালাল ছাত্রলীগ
ওসি বলেন, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনো হতাহত নেই। গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে। তবে এই ক্যান্ড কোনও দুর্বৃত্ত করেনি।
তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনও হতাহত নেই। গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনা থানার ওসি গোলাম ফারুক।
এর আগে, রাজধানীর উত্তরায় একটি হাইয়েস মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে আগুন দেওয়ার দায় স্বীকারের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।