মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু কখন— জানালেন আবহাওয়াবিদ
- ১২ নভেম্বর ২০২৫, ০৮:০৫
অবশেষে শীত জেঁকে বসতে শুরু করেছে। দিন ও রাতের বেশির ভাগ সময়জুড়ে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা আটকে যাচ্ছে। দেশে চলতি বছরের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল। বুধবার ভোরে ওই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ বুধবার (১২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপকালে এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী ১০/১৫ দিনের মধ্যে শৈত্যপ্রবাহ পড়ার কোন সম্ভবনা নেই। তবে নভেম্বরের শেষের দিকে উত্তর অঞ্চলের রাজশাহী, দিনাজপুর এবং পঞ্চগড়ের মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
ওমর ফারুক বলেন, শৈত্যপ্রবাহের সময় সন্ধ্যা থেকে সকাল দশটা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলাও কুয়াশা দেখা যাবে।
আবহাওয়াবিদ বলেন, উত্তর অঞ্চলের গত কয়েকদিন ধরে সকাল-বিকেল কুয়াশা দেখা গেলেও গত মঙ্গলবার কুয়াশার পরিমাণ কিছুটা কম ছিল। দিনের বেলায় ঝলমলে রোদে তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হয়ে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে।