জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো
জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো © সংগৃহীত

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। Examination Management System (EMS) সফটওয়্যারের মাধ্যমে প্রবেশপত্রে ডিজিটাল স্বাক্ষর সংযুক্ত করে ১১ নভেম্বর ২০২৫ বিকাল ৩টা থেকে কলেজসমূহ এটি ডাউনলোড করতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ১৮ নভেম্বর ২০২৫ থেকে এ পরীক্ষা শুরু হবে। প্রবেশপত্র ডাউনলোড করার পর কলেজ কর্তৃপক্ষ প্রিন্ট কপি নিয়ে অধ্যক্ষের সিল ও স্বাক্ষর দিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে। প্রবেশপত্র বিতরণের সময় রেজিস্ট্রেশন কার্ডের ছবি, রোল এবং রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কোনো পরীক্ষার্থীর প্রবেশপত্র না পাওয়া গেলে বা প্রবেশপত্রে তথ্যগত ভুল থাকলে ১৬ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে অধ্যক্ষের সুপারিশসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আবেদন করে সংশোধন করতে হবে।

এ ছাড়া রোল বিবরণী ও হাজিরা সিট EMS থেকে ডাউনলোড করে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরুর তিন দিন আগে জমা দিতে হবে।

প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম সংক্ষেপে:

ব্রাউজারে http://ems.nu.ac.bd এ প্রবেশ করতে হবে। College Login (Admin) অপশন থেকে কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। “Admit Card” মেনু থেকে পরীক্ষার নাম নির্বাচন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে বিজ্ঞপ্তিতে দেওয়া যোগাযোগের ঠিকানায় যোগাযোগের পরামর্শ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।