চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, যাত্রীদের ক্ষোভ

চরফ্যাশন উপজেলার গাছিরখাল লঞ্চঘাট
চরফ্যাশন উপজেলার গাছিরখাল লঞ্চঘাট © টিডিসি

ভোলার চরফ্যাশন উপজেলার গাছিরখাল লঞ্চঘাটে নির্ধারিত টোলের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে যাত্রী ও মালবাহী শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। সচেতন মহল বলছে, যাত্রী হয়রানি বন্ধে ঘাটে নির্ধারিত টোল ও টিকিট মূল্যতালিকা স্পষ্টভাবে প্রদর্শন এবং প্রশাসনের নিয়মিত মনিটরিং জরুরি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঘাটে গিয়ে দেখা যায়, ইজারাদারের কর্মচারীরা প্রতি যাত্রীর কাছ থেকে ৫ টাকার নির্ধারিত টিকেটের পরিবর্তে আদায় করছেন ১০ টাকা। পাশাপাশি মালামাল পরিবহনের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে অতিরিক্ত চার্জ।

মজিবনগর এলাকার যাত্রী কহুনুর বেগম বলেন, ‘ইজারাদারের লোকজন ইচ্ছেমতো অতিরিক্ত টাকা নিচ্ছে। মালামালের ভাড়াও দ্বিগুণ চাওয়া হচ্ছে।’ 

আরেক যাত্রী আবু তাহের বলেন, ‘৫ টাকার টিকেটের জন্য দিতে হচ্ছে ১০ টাকা। প্রতিবাদ করলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।’

স্থানীয় যাত্রী লিটন বেপারী জানান, ঘাটে কোনো তদারকি না থাকায় ইজারাদারের কর্মীরা যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা নিচ্ছেন। তিনি প্রশাসনের কার্যকর নজরদারি কামনা করেন।

তবে ইজারাদার মো. জাহের মেলেটারি ও মো. মামুন দাবি করেন, ‘আমরা বিআইডব্লিউটিএর নির্ধারিত হারেই টোল নিচ্ছি। কারও কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

এ বিষয়ে ভোলা বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে।’

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, ‘অতিরিক্ত টোল আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’