হঠাৎ আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ ৩ তারকা
- ১১ নভেম্বর ২০২৫, ১৯:৩০
চলতি নভেম্বরেই প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আসন্ন এই ম্যাচকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে শেষ মুহূর্তে এক ফুটবলারের চোটের কারণে পরিবর্তন আনতে হয় আর্জেন্টাইন শিবিরে।
এবার একসঙ্গে ছিটকে গেলেন আরও তিন ফুটবলার অভিজ্ঞ তারকা হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জিউলিয়ানো সিমিওনে। বাধ্যতামূলক ইয়েলো ফেভার ভ্যাক্সিন নেননি স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের এই তিন ফুটবলার।
আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। দেশটিতে প্রবেশে ওই ভ্যাক্সিন নিতে হবে আর্জেন্টাইনদের। এ ছাড়া অ্যাঙ্গোলায় প্রবেশের অনুমতি পাবেন না তারা। নির্ধারিত সময়ে এই তিন ফুটবলার প্রতিষেধক নিতে ব্যর্থ হওয়ায় তাদের স্কোয়াডের বাইরে রাখার কথা জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এএফএ’র বিবৃতিতে বলা হয়, ‘ইয়েলো ফেভার ভ্যাক্সিনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি এসব ফুটবলার। যা অ্যাঙ্গোলায় প্রবেশে অপরিহার্য।’
সাম্প্রতিক সময়ে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় ইয়েলো ফেভার ছড়িয়ে পড়েছে। যে কারণে এসব অঞ্চলে প্রবেশে প্রতিষেধক বাধ্যতামূলক করা হয়।
এদিকে চোটের কারণে ছিটকে পড়া এনজোর পরিবর্তে কেভিন ম্যাক অ্যালিস্টার দলে ডাক পেয়েছেন, প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন তিনি। লিভারপুল তারকা আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই কেভিন বর্তমানে বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁ-জিলোয়াজে ডিফেন্ডার পজিশনে খেলেন।
এ ছাড়া আর্জেন্টিনার স্কোয়াডে ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়াকে ডাকা হয়। আলবিসেলেস্তে শিবিরে এবারই প্রথমবারের মতো জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে ডাক পেলেন।