সিলেট টেস্টে উল্টোচিত্র দ্বিতীয় সেশনে, প্রত্যাবর্তন বাংলাদেশের
- ১১ নভেম্বর ২০২৫, ১৫:০৬
সিলেট টেস্টের প্রথম দিনে দুই সেশনে ভিন্ন চিত্র দেখা গেল। সকালে বাজে ফিল্ডিংয়ে হতাশা ছড়ালেও, দুপুরে কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে স্বাগতিকরা।
আয়ারল্যান্ডের হয়ে পল স্টার্লিংয়ের পর অভিষিক্ত কেড কারমাইকেলও হাফ সেঞ্চুরি করে ফেরেন। এই সেশনে দলটি আরও ৯০ রান যোগ করেছে। চা বিরতিতে যাওয়ার আগে আয়ারল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৮৪ রান। ক্রিজে কুর্টিস ক্যাম্ফার ৩৫ ও লোরকান টাকার ২২ রানে অপরাজিত।
এর আগে, প্রথম সেশনে বেশকিছু সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সহজ তিনটি ক্যাচ হাতছাড়া করে তারা। সেই ভুলের সুযোগ নিয়েই ইনিংস গড়েন পল স্টার্লিং ও ক্যাড কারমাইকেল। এতে মধ্যাহ্ন বিরতির আগে আর কোনো উইকেট না হারিয়ে আরামসে এগিয়ে যায় আয়ারল্যান্ড। ২৬ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৯৪ রান।
অবশ্য লাঞ্চের পর প্রথম দুই ওভারেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় স্বাগতিকরা।নাহিদ রানার নিখুঁত ডেলিভারিতে টাইমিংয়ের ভুল করেন পল স্টার্লিং। ব্যাটের কানায় লেগে বল স্লিপে চলে গেলে তা তালুবন্দি করেন সাদমান ইসলাম। ৬০ রানে থামে স্টার্লিংয়ের ইনিংস, সঙ্গে ভাঙে ৯৬ রানের জুটিও।
পরের ওভারেই আক্রমণে আসেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণির শিকার হন নতুন ব্যাটার হ্যারি টেক্টর। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত বদলে যায় বাংলাদেশের পক্ষে।
অভিষেক টেস্টে দারুণ ব্যাট করছিলেন কেড কারমাইকেল। তবে শেষ পর্যন্ত মিরাজের স্পিনে থামতে হয় তাকে। মিরাজের বলে এগিয়ে খেলতে গিয়ে শান্তর হাতে ধরা পড়েন তিনি।
মাঠের আম্পায়ার প্রথমে আউটের সিদ্ধান্ত দেননি, কিন্তু রিভিউতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে যায়। ১২৯ বল মোকাবিলা করে ৭ চার মেরে ৫৯ রানে ফেরেন কারমাইকেল।