এবার রাজধানীর স্কুলে ককটেল নিক্ষেপ দুর্বৃত্তদের 

ককটেল
ককটেল © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এটি বিস্ফোরিত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বার্তায় জানা যায়, রাজধানীর হাতিরঝিল এলাকায় ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের গেটের সামনে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে এই ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের  বাসে আগুনও দেওয়া হয়েছে।