বকেয়া বেতনের দাবিতে সাভারের তিনটি কারখানার শ্রমিকদের রাস্তা অবরোধ

সাভারে তিনটি কারখানার শ্রমিকদের রাস্তা অবরোধ
সাভারে তিনটি কারখানার শ্রমিকদের রাস্তা অবরোধ © টিডিসি ফটো

সাভারে আশুলিয়ায় ইপিজেডের তিনটি কারখানা লে অফ ঘোষণাকে কেন্দ্র করে বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে কারখানার শ্রমিকরা। এসময় টিয়ার সেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সোমবার (১০ নভেম্বর)  সকালে ঢাকা নবীনগর- চন্দ্রা মহাসড়কের ইপিজেড গেটে এ ঘটনা ঘটে।

সকালে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঢাকা ইপিজেডের অ্যাকক্টোর, গোল টেক্সট, সাউথ চায়না কারখানার শ্রমিকরা ইপিজেড গেটে জর হয়ে তাদের পাওনা আদায়ের দাবি জানায়। এ সময় টিয়ার সেল মেরে তাদের পুলিশ  ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা আবার জর হয়ে ইপিজেড গেটে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। প্রায় এক ঘন্টার অবরোধে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশ তাদের ধাওয়া দিয়ে রাস্তা থেকে তাড়িয়ে দেয়। 

আরও পড়ুন: বিরোধ-সহিংসতায় প্রাণহানি, পরিবর্তন আসতে পারে বিএনপির প্রার্থী তালিকায়

শ্রমিকদের দাবি, আলোচনার কথা বলে আমাদের ডাকা হয়, বেতন ভাতা দেওয়ার কথা বলে বারে বারে ঘোরানো হয়। আজ আমারা শান্তি পূর্ণ ভাবে গেটের সামনে অবস্থান করছিলাম। তখন পুলিশ আমাদের টিয়ার সেল মারে। এতে আমাদের কয়েক জন আহত হয়। তাই আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের দাবি মানলেই রাস্তা ছেড়ে দেবো।