মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ৭ ডিসেম্বর
- ১০ নভেম্বর ২০২৫, ১৮:৪৬
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ আগামী ৭ ডিসেম্বর থেকে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত হতে যাওয়া বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদনগ্রহণ চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। ২২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।