বিপিএল নিলামে থাকছে না তামিম ইকবালের নাম

তামিম ইকবাল
তামিম ইকবাল © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের প্লেয়ার ড্রাফটে থাকছে না তারকা ক্রিকেটার তামিম ইকবালের নাম। বিষয়টি নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্র।

সূত্র বলছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই মাঠে ফেরা নিয়ে সতর্ক অবস্থানে তামিম। ধারণা করা হচ্ছে, স্বাস্থ্যগত কারণেই এবারের বিপিএলে অংশ নিচ্ছেন না তিনি।

তবে আরেকটি সূত্র বলছে ভিন্ন কথা। মূলত এবারের বিপিএলে থাকছে না তার আগের দল ফরচুন বরিশাল। আগামী পাঁচ বছরের জন্য লিগ থেকে বাদ পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত দুই মৌসুমে বরিশালের অধিনায়ক ছিলেন তামিম, তার নেতৃত্বেই দুইবার চ্যাম্পিয়ন হয় দলটি। যেখানে ২০২৩ বিপিএলে ৪৯২ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। গত আসরেও ৪১৩ রান করে বরিশালকে ফাইনালে তুলেছিলেন দেশসেরা এই ওপেনার।

সবমিলিয়ে বিপিএলে অন্যতম ধারাবাহিক ব্যাটার তামিম। ভিন্ন ভিন্ন ৭টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে ৩ হাজার ৮৩৫ রান, যেখানে ৩২টি অর্ধশতকের সঙ্গে দুটি শতকও আছে।