শাহবাগে রাতভর অবস্থান ১–১২তম নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষকদের

শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা © সংগৃহীত

বহুবার আশ্বাস পেলেও নিয়োগ না পাওয়ায় ১ম থেকে ১২তম নিবন্ধিত নিয়োগবঞ্চিত শিক্ষকরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তারা রাতভর সেখানেই অবস্থান করবেন।

রবিবার (৯ নভেম্বর) দিনব্যাপী অবস্থান কর্মসূচি শেষে যমুনা অভিমুখে লংমার্চ করার কথা ছিল তাদের। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সোমবার তাদের সমস্যা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে—এই আশ্বাসে লংমার্চ কর্মসূচি আপাতত স্থগিত করেন আন্দোলনকারীরা।

নিবন্ধিত শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘ দুইশ দিনের আন্দোলনের পরও নানা সময়ে প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা জানান, ‘জাল সনদধারীরা নিয়োগ পাচ্ছেন, অথচ বৈধ সনদধারীরা বছরের পর বছর ধরে বঞ্চিত হচ্ছেন।’

প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশ অনুযায়ী অবিলম্বে নিয়োগ কার্যক্রম চালুর দাবিতে প্রায় দুই হাজারেরও বেশি নিবন্ধিত শিক্ষক আন্দোলনে অংশ নিচ্ছেন। আন্দোলনকারীরা বলেন, দাবি পূরণ না হলে সোমবার যমুনা অভিমুখে লংমার্চ শুরু করবেন তারা।