টঙ্গী ফ্লাইওভারের নিচে পড়ে ছিল যুবকের মরদেহ
- ০৯ নভেম্বর ২০২৫, ১৩:১৯
গাজীপুরের টঙ্গীতে ফ্লাইওভারের নিচে রাস্তার পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের বিপরীত পাশে সড়কের ধারে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, ‘৯৯৯-এ ফোন কল পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, অজ্ঞাত এক যুবকের মরদেহ রাস্তায় পড়ে আছে। তার শরীরে আঘাতের চিহ্ন ও রক্ত লেগে ছিল।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।’
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।