গভীর রাতে ড্যাফোডিলের দুই বাসে আগুন
- ০৯ নভেম্বর ২০২৫, ১৩:১৩
রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার (৮ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত বাস দুটি ঢাকা মেট্রো-ব-১১-৮৬০২ ও ঢাকা মেট্রো-ব-১২-১৫০০। যা বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত বাস।
রবিবার (৯ নভেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ও সিনিয়র অফিসার শাহজাহান সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিউটি অফিসার সূত্রে জানা যায়, রাত ২টা ৫০ মিনিটে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দুইটি ইউনিটের চেষ্টায় আনুমানিক রাত ৩টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৩টা ২৮ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে কেউ হতাহত হয়নি। দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্তৃপক্ষ থেকে জানা যায়, ২০১৫ সাল থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা দিয়ে আসছে শিক্ষার্থীদের। তবে আজ পর্যন্ত এমন ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস কিংবা ভাড়ায় চালিত কোনো বাসের সঙ্গে ঘটেনি। এ বিষয়ে বাসের মালিকের পক্ষ থেকে থানায় অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে সম্পত্তির ক্ষতির পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ও রয়েছে, তাই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হবে।