নির্বাচন কমিশন শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে: জবি শিবির সভাপতি

রিয়াজুল ইসলাম
রিয়াজুল ইসলাম © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন কমিশন একটা পক্ষকে খুশি করতে গিয়ে সকল শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।

আজ শনিবার (৮ নভেম্বর) রাতে জকসু নির্বাচনের সময় নিয়ে নিজের ভ্যারিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

ওই পোস্টে তিনি নির্বাচিন কমিশনের ভোট গ্রহণের নির্ধারিত তারিখকে পক্ষপাতিত্ব মূলক উল্লেখ করে এমন সিদ্ধান্তের নিন্দা জানান তিনি। এ ছাড়া নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে তফসিল পুনর্বিবেচনা করার দাবিও জানান তিনি।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২৪ ঘণ্টার একটি জরিপে দেখা যায় আগামী ২২ ডিসেম্বর জকসুর নির্বাচন চান না প্রায় ৬৬ শতাংশ শিক্ষার্থী এবং নির্ধারিত সময় ২২ ডিসেম্বরই নির্বাচন চেয়েছেন ৩৪ শতাংশ। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়।

এর আগে গত বুধবার জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর ভোট গ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হওয়া সাপেক্ষে একইদিন অথবা পরদিন ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়। তবে এ সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতারা।