বিএনপিতে যোগ দেওয়ার পর স্নিগ্ধর প্রথম সমাবেশ বগুড়ায়

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ © ফাইল ছবি

সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। বিএনপিতে যোগ দেওয়ার পর প্রথম কোনো সমাবেশে অংশগ্রহণ করতে বগুড়ায় যাচ্ছেন তিনি।

জানা গেছে, আগামীকাল রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যাবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সেখানে মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র-জনতা সমাবেশে বক্তব্য দেবেন স্নিগ্ধ।

শনিবার (৮ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

ওই পোস্টে জানানো হয়, রবিবার দুপুর আড়াইটার দিকে ঐতিহাসিক মহাস্তানে হজরত শাহ সুলতান (রহ.) মাজার জিয়ারত করবেন তিনি। এরপর বিকেল ৩টায় শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র-জনতা সমাবেশে বক্তব্য দেবেন স্নিগ্ধ।