রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিল ৩২ দল

রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্ক প্রতিযোগিতা
রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্ক প্রতিযোগিতা © টিডিসি ফটো

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের (রুডো) আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্ক প্রতিযোগিতা ‘ইংলিশ মজা প্রেজেন্টস ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’। এতে রাজশাহীর ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩২টি দলের ৯৬ জন বিতার্কিক অংশগ্রহণ করেন। শুক্রবার ও শনিবার (৭ ও ৮ নভেম্বর) প্রতিযোগিতার প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 

আগামী সোমবার (১০ নভেম্বর) বিকাল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে বিজয়ী দল পাবেন ইভারগ্রীন ট্রান্সপোর্টের সৌজন্যে রাজশাহী-কক্সবাজার ভ্রমণ টিকিট। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।

প্রতিযোগিতায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিক্যাল কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, মহিলা কলেজ ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীরা। এতে বিচারক হিসেবে ছিলেন রাবি, রুয়েট, রামেক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রবীণ বিতার্কিকরা।

বিতর্কে অংশ নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক হাসান বলেন, এটা আমার প্রথম বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশগ্রহণের সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। এটি আমাদের মতো নবীন বিতার্কিকদের জন্য একটি বড় সুযোগ। আয়োজনটি চমৎকার ছিল। এখানে আমরা অনেক কিছু শিখেছি।

প্রতিযোগিতার কনভেনার শাহাদাত হোসাইন বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। পাশাপাশি, তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগও পাচ্ছে। এর ফলে নবীন শিক্ষার্থীদের চিন্তাভাবনার দিগন্ত আরো প্রসারিত হবে। রুডো ভবিষ্যতেও এ আয়োজন চালু রাখবে।’