স্নাতকের চূড়ান্ত ফল চলতি সপ্তাহে, ফোন-এসএমএস না দেওয়ার পরামর্শ ভিসির
- ০৮ নভেম্বর ২০২৫, ২১:২০
চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (অনার্স) চূড়ান্ত বর্ষের ফলাফল। পাশাপাশি তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়নের ফলও এই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)। শনিবার (৮ অক্টোবর) রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ভিসি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘অনার্স ফাইনালের রেজাল্ট এই সপ্তাহেই হবে। তোমরা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবে। তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়নের ফলাফলও এই সপ্তাহেই পেয়ে যাবে। তাই আর ফোন বা এসএমএস দিও না!’