পাল্টে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনার ফিনালিসিমার সূচি!

মেসি ও ইয়ামাল
মেসি ও ইয়ামাল © সংগৃহীত

কাতারের লুসাইল স্টেডিয়ামে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার দরজায় কড়া নাড়ছে আরও একটি বৈশ্বিক মহারণ। অবশ্য, দ্য গ্রেটেস্ট শো অন আর্থে আগে আরও একবার শিরোপা নির্ধারণী ম্যাচে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

আগামী মার্চে ফিনালিসিমা জয়ের লড়াইয়ে নামবে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ইউরো জয়ী স্পেন। ফিফা জানিয়েছিল, শনিবার (২৮ মার্চ) গড়াতে পারে ম্যাচটি। তবে দর্শকদের কাছে ম্যাচটিকে আরও জনপ্রিয় করে তুলতে সূচি পরিবর্তনের চিন্তা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আগামী বছরের ২৭ মার্চ (শুক্রবার) ম্যাচটি আয়োজন করতে চায় ফিফা। অর্থাৎ একদিন এগিয়ে আসতে পারে ম্যাচটি। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সূচিই চূড়ান্ত হয়নি। ফলে, ম্যাচটির সূচি পরিবর্তন হবে কি না, এমনকি ম্যাচটি আদ্যো গড়াবে কিনা তা নিয়েও শঙ্কা জেগেছে। এর পেছনেও অবশ্য বেশকিছু কারণ রয়েছে। 

মাত্রই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে স্পেন। যেখানে ভালো অবস্থানেই রয়েছে স্প্যানিশরা। তবে কোনো কারণে বিশ্বমঞ্চে তাদের জায়গা নিশ্চিত না হলে ফিনালিসিমায় খেলবে না তারা। আর বৈশ্বিক মঞ্চে জায়গার নিশ্চয়তা পেলেই বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ লুফে নেবে তারা।