বিয়ের পিঁড়িতে বসছেন রাশমিকা-বিজয়, আলোচনায় রাজস্থান

বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা
বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা © সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা যুগল রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে তুমুল কৌতূহল। এক প্রতিবেদনে ইন্ডিয়া ফোরামস লিখেছে, আগামী বছর ফেব্রুয়ারিতে রাজস্থানেই বিয়ের গাঁটছড়া বাঁধছেন এ তারকা জুটি।  

এর আগে, গত ২ অক্টোবর হায়দরাবাদে বিজয়ের বাড়িতে পারিবারিকভাবে বাগদান সেড়েছেন রাশমিকা-বিজয়। উপস্থিত ছিলেন, শুধু ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা। এরপর থেকেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি।

জানা গেছে, বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে আসছে বছর ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ এবং ভেন্যু নির্ধারিত হয়েছে রাজস্থানের উদয়পুর। দক্ষিণ ভারতীয় রীতি অনুসারেই বিয়ের সব আনুষ্ঠানিকতা পালন করা হবে। 

আরও পড়ুন : বিসিবি পরিচালক রুবাবাকে নিয়ে সেই পোস্ট মুছে ফেললেন ইরফান

রাশমিকা ও বিজয়ের প্রথম একসঙ্গে অভিনয় করেন ‘গীতা গোবিন্দম’ সিনেমায় ২০১৮ সালে। ২০১৯-এ ‘ডিয়ার কমরেড’ সিনেমার পর তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে।

এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে এ ব্যপারে কোনো মন্তব্য করেননি তারা কেউই। বিয়ে বা বাগদানের আনুষ্ঠানিক কোন ঘোষণাও আসেনি। আবার এ ব্যাপারে অস্বীকার ও করেননি তারা।