মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে টেডএক্স
- ০৮ নভেম্বর ২০২৫, ১১:০৪
দেশের প্রথম ও একমাত্র মেরিটাইম বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশ্বিক মর্যাদাপূর্ণ ইভেন্ট টেডএক্স। অনুষ্ঠানটি আগামী ২২ নভেম্বর মিরপুর ১৪ -এর শহীদ মোয়াজ্জেম হলে অনুষ্ঠিত হবে।
ঢাকায় অস্থায়ী ক্যাম্পাসে স্বল্প পরিসরের মধ্যেও ক্রমেই গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতার এক অনন্য কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। সেই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী চিন্তাধারা, অনুপ্রেরণা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হিতে যাচ্ছে টেডএক্স।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির এবারের আয়োজনে বক্তা হিসেবে অংশ নিচ্ছেন দেশের সুপরিচিত ও মোটিভেশনাল স্পিকাররা। এর মধ্যে রয়েছেন কার্টুনিস্ট ও এক্টিভিস্ট মোরশেদ মিশু, প্রাক্তন সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার, মিরাক্কেল ফাইনালিস্ট ও ইনফ্লুয়েন্সার ইমদাদুল হক হৃদয়, একশন জয় এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও জয়া বার্লিন, ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর সুরভি ইয়াসমিন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওশানোগ্রাফার ড. টনিয়া আসট্রিড, ডুবোটেক ডিজিটাল লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও নাইম হোসেন সৈকত, উইমেনস শাটলের কো-ফাউন্ডার তাসনিয়া আতিক, অ্যাডিশনাল মেট্রোপলিটন সেশন জজ ড. মাসরুর সালেকিন, এবং ফ্রেইট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মোহাম্মদ জাহিদী প্রমুখ।
ইভেন্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে - জনপ্রতি শিক্ষার্থীদের জন্য ২৫০ টাকা, শিক্ষক ও অন্যান্য অংশগ্রহণকারীদের জন্য ৫০০ টাকা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই TEDx ইভেন্ট দেশের উচ্চশিক্ষা, গবেষণা এবং তরুণ নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্ববিখ্যাত TED কনফারেন্সের স্থানীয় সংস্করণ TEDx আয়োজনের মূল লক্ষ্য হলো স্থানীয় সম্প্রদায়ের মধ্যে জ্ঞান, অনুপ্রেরণা ও সৃজনশীল চিন্তার বিস্তার ঘটানো।