শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে ২ লাখ টাকার ছিনতাই
- ০৭ নভেম্বর ২০২৫, ১৩:৫৮
নেত্রকোনার কেন্দুয়ায় মাসুম বিল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মাসকা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রায়পুর গ্রামের কেন্দুয়া–আঠারবাড়ী পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।
পাইকুড়া মুহিয়ে ইসলাম দাখিল মাদ্রাসার এবতেদায়ী বিভাগের শিক্ষক মাসুম বিল্লাহ (২৭) জানান, মাদ্রাসার অক্টোবর মাসের বেতনের চেক নিয়ে কেন্দুয়া অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলে ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। তিনি প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে মারধর করে গ্যাস লাইটার দিয়ে পাঞ্জাবিতে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও বলেন, ‘প্রাণ বাঁচাতে আগুন নেভানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তার প্যান্টের পকেটে থাকা ২ লাখ ৩ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত আঠারবাড়ীর দিকে পালিয়ে যায়। আশপাশে কেউ না থাকায় চিৎকার করেও সহযোগিতা পাননি। পরে খবর পেয়ে মাদ্রাসার শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।’
দিনদুপুরে এ ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শিক্ষক মাসুম বিল্লাহ বৃহস্পতিবার রাতের দিকে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান শুক্রবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’