কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের টাকা লোপাটকারীদের গ্রেপ্তারে আল্টিমেটাম আজিজীর
- ০৬ নভেম্বর ২০২৫, ২০:০৩
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে কর্তনকৃত কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের টাকা লোপাটকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি।
অধ্যক্ষ আজিজী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে কর্তনকৃত কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের ৬ হাজার কোটি টাকা যারা লোপাট করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। লোপাটকৃত অর্থ উদ্ধারে সরকারকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর ব্যত্যয় হলে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ৬ লক্ষাধিক শিক্ষক কর্মচারীকে সাথে নিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। জোট আগামী ১০ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ দেখতে চায়।’
তিনি আরও লেখেন, ‘কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা ভোট থেকে ৬০০০ কোটি টাকা লোপাটের কারণে হাজার হাজার শিক্ষক ৫-৬ বছরেও কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের টাকা পাচ্ছে না। এমনকি অনেকে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের টাকা পাওয়ার আগেই দুনিয়ার সফর শেষ করেন যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।’