মনোনয়ন আলোচনার মধ্যেই ঢাকা ১৮ নিয়ে একগুচ্ছ পরিকল্পনা জানালেন স্নিগ্ধ

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ © সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে সদস্যপদ গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন নিয়ে আলোচনা চলার মধ্যেই ঢাকা-১৮ আসন ঘিরে নিজের পরিকল্পনা তুলে ধরেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি নিজের এমন পরিকল্পনার কথা তুলে ধরেন। 

বক্তব্যে তিনি বলেন, ঢাকা ১৮ আসনের আমাদের যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকে আমরা সর্বোচ্চ নিরাপদ এবং বাংলাদেশের একটি মডেল এলাকা হিসেবে তৈরি করব। যাতে করে পুরো বাংলাদেশে ঢাকা ১৮ আসনকে দেখে শিখে এবং ঢাকা ১৮ আসনকে দেখে পুরো বাংলাদেশ যাতে পরিবর্তন হয়। আজকে কিছুটা হতাশ হয়েছি। কারণ এই যে আজকে যে গ্যাদারিংটা আমরা করেছি সেটি আমাদের এক সপ্তাহ আগে প্রি প্ল্যান ছিল। আমরা যখন এক সপ্তাহ আগে বসেছি। 

স্নিগ্ধ বলেন, আমরা আমাদের যেই কালচারটি আছে সেটি পরিবর্তন করতে পারবো এবং আমাদের সময়টাকে অ্যাফেক্টিভ ভাবে কোয়ালিটি ভাবে আমরা এ সময়টাকে কাজে লাগাতে পারবো। আমি যখন গত সপ্তাহে এসেছি এবং এখানে যখন মানুষজনের সাথে ঘুরাঘুরি করেছি আমি দেখেছি সবাই সবার একটা কমন প্রবলেম হলো রাস্তা। 

তিনি আরও বলেন, কারণ এখানে ঢোকা এবং বের হওয়ার জায়গা একটি এবং এ একটি রাস্তাতেই সকল গাড়ি অটো ট্রাক বলে সবকিছু চলাচল করে। যার কারণে এ এলাকার যে জন মানুষরা রয়েছে তাদের এ দুর্ভোগের কারণ আমি আশাবাদী যে উনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং যেসব রাস্তা আমাদের এখানে কাজ চলমান রয়েছে সেগুলো দ্রুতগতিতে সম্পন্ন করার চেষ্টা করবেন। এবং যেগুলোতে রাস্তা নতুন করে নির্মাণ করার প্রয়োজন তিনি সেদিকে উনার গুরুত্ব আরোপ করবেন।