প্রণোদনা না দেওয়ায় কৃষি কর্মকর্তাকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

কৃ‌ষি কর্মকর্তা‌কে মারধর ক‌রেন ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম
কৃ‌ষি কর্মকর্তা‌কে মারধর ক‌রেন ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম © সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে রাহাত হাসান কাইয়ুম (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে  বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নকলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুমকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হলো। 

এর আগে, বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিনকে কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ওঠে রাহাত ও তার সহযোগী ফজলুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই রাতেই কৃষি কর্মকর্তা বাদী হয়ে নকলা থানায় মামলা করেন। মামলায় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম ও ফজলুল হককে (৩২) আসামি করা হয়েছে। 

কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিন বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে রাহাত ও ফজলু আমার অফিসে এসে জানতে চান আমি এখনো কেন বদলি হচ্ছি না, কারা কৃষি প্রণোদনা পেয়েছে এবং নেতাদের ভাগ কত। এরপর তারা বলেন, ছাত্রদলের ভাগ তাদের দিতে হবে। আমি জানাই, সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের জন্য, রাজনৈতিকভাবে কারও ভাগ দেওয়ার সুযোগ নেই। এতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

তিনি আরও বলেন, আমি বিষয়টি স্থানীয় বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদ আলমকে জানাই। পরে রাহাত আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সহকারী ফজলুকে নিয়ে আমাকে অফিসের ভেতরেই মারধর করেন। পরে আমি চিৎকার করলে তারা দ্রুত পালিয়ে যান।