‘ধূমপান-মাদকাসক্তদের আবেদনের প্রয়োজন নেই’—প্রাথমিক শিক্ষক নিয়োগে স্পষ্ট বার্তা
- ০৬ নভেম্বর ২০২৫, ০৩:২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তিতে ধূমপান ও মাদকাসক্তদের আবেদন না করার স্পষ্ট বার্তা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৫ অক্টোবর) মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ধূমপানসহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই।’
প্রাথমিক শিক্ষক নিয়োগে আগামী ৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। প্রথম ধাপে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের মোট ১০ হাজার ২১৯টি পদে নিয়োগ দেওয়া হবে। পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ১৬৬টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিকভাবে সম্পন্ন হবে। নতুন বিধিমালায় শিক্ষক প্রার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের জন্য ইতিবাচক রোল মডেল হিসেবে নিজেকে উপস্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। তিন দিন পর ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি, যার চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।
পরে ২ নভেম্বর প্রকাশিত সংশোধিত বিধিমালায় সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয় এবং কিছু শব্দগত পরিবর্তন আনা হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বিধিমালা ও বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে যোগ্যতা, নৈতিক মানদণ্ড ও আচরণগত শুদ্ধতার বিষয়টি এবার বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।