ডুয়েট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি হাবিব, সেক্রেটারি সাইফুল
- ০৫ নভেম্বর ২০২৫, ২২:২৬
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ডিবেটিং সোসাইটির (ডিডিএস)-এর ২০২৫-২৬ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বে সভাপতি হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ডুয়েট ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাইফুর রহমান সাব্বির, পাশাপাশি মেকানিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের হাসান মিয়া। নতুন নেতৃত্বের অধীনে ডিবেটিং সোসাইটির কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিতভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।
ডুয়েট ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় সংগঠন হিসেবে কাজ করে আসছে, যা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বক্তৃতা দক্ষতা ও সমালোচনামূলক চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতি বছর জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের নানা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি ডুয়েটের সুনাম বৃদ্ধি করে আসছে।
সোসাইটির সাবেক সভাপতি প্রকৌশলী রায়হান মিয়া বলেন, এই বছর প্রথম বর্ষ প্রথম সেমিস্টার চালু হওয়ায় নির্ধারিত সময়ের আগেই নতুন প্যানেল ঘোষণা করতে হয়েছে। তবে যথাযথ আনুষ্ঠানিকতা শেষে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
তিনি নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি, নতুন কমিটির নেতৃত্বে ডুয়েট ডিবেটিং সোসাইটি আরও সৃজনশীল ও প্রভাবশালী ভূমিকা রাখবে।’