বৈষম্যহীন আবাসন নিশ্চিতে ঢাবির মুহসীন হলে নতুন করে ১৬৬ শিক্ষার্থীর সিট বরাদ্দ
- ০৫ নভেম্বর ২০২৫, ২২:১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বৈষম্যহীন আবাসন সুবিধা নিশ্চিতে হাজী মুহম্মদ মুহসীন হলে নতুন করে ১৬৬ শিক্ষার্থীকে সিট বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার পর্যন্ত বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা শেষ এবং ফলাফল প্রকাশিত হওয়ায় কিছু সিট খালি হয়। ওই সিটগুলো নতুন করে শিক্ষার্থীদের বরাদ্দ দেয়া হয়েছে।
ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক সুবিধা বৈষম্যহীন করার অঙ্গীকার নিয়ে ২০২৪ সালের ২৯ আগস্ট সর্বপ্রথম হাজী মুহম্মদ মুহসীন হলের সব হাউজ টিউটর মিলে গণরুম, গেস্টরুম তথা 'আয়নাঘর' মুক্ত করেন। এ সময় হলের ৪১৪ টি কক্ষে এক হাজার ১০৭ জন আবাসিক শিক্ষার্থীর মধ্যে বৈধ সিট নিশ্চিত করেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।
আজ নতুন করে ১৬৬ জন শিক্ষার্থীকে হলে সীট বরাদ্দ দিয়ে নাম, বিভাগ এবং কক্ষ নম্বরসহ লিস্ট টানিয়ে দেয়া হয়েছে। বৈষম্যহীন এই পদ্ধতি অব্যাহত রাখারও অঙ্গীকার করেছেন শিক্ষকরা। হাজী মুহম্মদ মুহসীন হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক মোহাম্মাদ আইনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এক সময় হলগুলোতে শিক্ষার্থীদের 'পলিটিকাল গ্রাজুয়েশন' প্রক্রিয়া’ চলতো। যার অংশ ছিল গনরুম, গেস্টরোম এবং ‘মধুর ক্যান্টিনের পারফরমেন্স’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে যে 'গেস্টরুম' আর 'গণরুম' চলতো, এইগুলা ছিল একেকটা 'আয়নাঘর'! এখন ছাত্রদের বৈধ সিট বুঝিয়ে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।