কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে আবারও দেশসেরা নর্থ সাউথ ইউনিভার্সিটি

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এনএসইউ এশিয়ার মধ্যে ১৪৯তম স্থান অর্জন করেছে
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এনএসইউ এশিয়ার মধ্যে ১৪৯তম স্থান অর্জন করেছে © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৬-এ এশিয়ার মধ্যে ১৪৯তম স্থান অর্জন করেছে। গত ৪ নভেম্বর প্রকাশিত এই র‌্যাংকিংয়ে এনএসইউ আবারও বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সার্বিকভাবে (সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে) দেশের দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান করে নিয়েছে।

এই বছর কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে ২৫টি এশীয় দেশের মোট ১ হাজার ৫২৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশের ৪৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। গত বছর ১৫৫তম স্থান থেকে এ বছর ১৪৯তম স্থানে উন্নীত হয়ে এনএসইউ প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ ১৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রবেশ করেছে। এটি উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে এনএসইউ’র উৎকর্ষ সাধনের ধারাবাহিক অঙ্গীকারের প্রমাণ বহন করে।

এ ছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংসের Southern Asia আঞ্চলিক তালিকায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ১৮তম স্থান অর্জন করেছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের (১৭তম) ঠিক পরেই। এই অর্জন এনএসইউর আঞ্চলিক ও আন্তর্জাতিক খ্যাতি আরও সুদৃঢ় করেছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই সাফল্য এনএসইউ পরিবারের প্রত্যেক সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পরিশ্রমের ফসল। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অ্যালামনাই সকলেই এই অর্জনের অংশীদার। মানসম্মত শিক্ষা ও উদ্ভাবনের ধারাবাহিক চর্চাই আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘এই বছর কিউএস র‌্যাংকিংসে বাংলাদেশের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।’