কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ে আবারও দেশসেরা নর্থ সাউথ ইউনিভার্সিটি
- ০৫ নভেম্বর ২০২৫, ২০:০৮
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬-এ এশিয়ার মধ্যে ১৪৯তম স্থান অর্জন করেছে। গত ৪ নভেম্বর প্রকাশিত এই র্যাংকিংয়ে এনএসইউ আবারও বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সার্বিকভাবে (সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে) দেশের দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান করে নিয়েছে।
এই বছর কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ২৫টি এশীয় দেশের মোট ১ হাজার ৫২৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশের ৪৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। গত বছর ১৫৫তম স্থান থেকে এ বছর ১৪৯তম স্থানে উন্নীত হয়ে এনএসইউ প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ ১৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রবেশ করেছে। এটি উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে এনএসইউ’র উৎকর্ষ সাধনের ধারাবাহিক অঙ্গীকারের প্রমাণ বহন করে।
এ ছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংসের Southern Asia আঞ্চলিক তালিকায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ১৮তম স্থান অর্জন করেছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানের (১৭তম) ঠিক পরেই। এই অর্জন এনএসইউর আঞ্চলিক ও আন্তর্জাতিক খ্যাতি আরও সুদৃঢ় করেছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই সাফল্য এনএসইউ পরিবারের প্রত্যেক সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পরিশ্রমের ফসল। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অ্যালামনাই সকলেই এই অর্জনের অংশীদার। মানসম্মত শিক্ষা ও উদ্ভাবনের ধারাবাহিক চর্চাই আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে।’
তিনি আরও বলেন, ‘এই বছর কিউএস র্যাংকিংসে বাংলাদেশের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।’