বিদ্যালয় প্রাঙ্গণে নেশা করতে বাধা দেওয়ায় ক্লাসে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধর, আটক ২

বিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন
বিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন © টিডিসি

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে নেশা করতে বাধা দেওয়ায় ক্লাসে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের মারধর করায় স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে শিক্ষাবিদ আব্দুর রহমান ভূইয়া স্মৃতি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের অভ্যান্তরে প্রবেশ করে বেজগাতি গ্রামের তরিকুল, ইমনসহ কয়েকজন মাদকসেবী নেশা করতে আসে। শিক্ষার্থীরা তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে দুপুর ১২টার দিকে ফের ক্লাসরুমে ঢুকে হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় এবং শিক্ষকদের হাত কেটে নেওয়ার হুমকি দেয়। পরে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে হামলাকারী তরিকুল ও ইমনকে আটক করে এবং অন্যরা পালিয়ে যায়। পরে উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে আসেন।

আহত শিক্ষার্থীরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আটক তরিকুল ও ইমনকে স্থানীয় বিএনপি নেতা আজহারুল ইসলাম হাবিবসহ কয়েকজনের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানা গেছে। এবং বিষয়টি দ্রুত নিরসনের দায়িত্ব নিয়েছেন স্থানীয় নেতারা।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নাজমুন নাহার কবিতা বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের মাঠে তারা নেশা করতে এলে ছাত্ররা নিষেধ করে। পরে দুপুরের দিকে তারা বিদ্যালয়ে তিনতলায় উঠে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং আমাদের হাত কেটে নেওয়ার হুমকি দেয়। পরে ছাত্রছাত্রীরা ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলে।’

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আটক দুজন স্থানীয়দের জিম্মায় আছে। বিষয়টি সামাজিকভাবে মিমাংসার উদ্যোগ নিয়েছে স্থানীয় নেতারা।’