পদত্যাগপত্র জমা না দিয়েই বাসায় ফিরলেন সালাউদ্দিন!
- ০৫ নভেম্বর ২০২৫, ১৬:১৩
হোম অব ক্রিকেটে সকাল থেকেই গুঞ্জন, জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দুপুরের দিকে সালাউদ্দিন নিজেই গুঞ্জনের অবসান ঘটাতে বিসিবিতে গিয়েছিলেন। তবে পদত্যাগপত্র জমা না দিয়েই বাসায় ফেরেন তিনি।
এদিকে এক প্রতিবেদনে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানায়, নিজের বর্তমান ভূমিকায় সন্তুষ্ট না হওয়ায় বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়েছেন সালাউদ্দিন। যদিও তার সঙ্গে বিসিবির বর্তমান চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। কিন্তু এক বছরের মাথায় তিনিই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মূলত আয়ারল্যান্ড সিরিজে মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়াকেই সালাউদ্দিনের পদত্যাগের সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছিল। গুঞ্জন ছিল, আশরাফুল আসায় সালাউদ্দিনের ভূমিকা কমছে।
এমন গুঞ্জনের মাঝেই পদত্যাগপত্রটি সশরীরে জমা দিতে সকালে বিসিবিতে যান। কিন্তু বোর্ডে উপস্থিত হওয়ার পর সিদ্ধান্ত বদল হয় তার। শেষপর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি তিনি। তবে ঠিক কি কারণে নিজের সিদ্ধান্ত বদল করলেন, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
প্রায় দুই দশকের কোচিং অভিজ্ঞতা নিয়ে সালাউদ্দিন বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০–১১ মৌসুমে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০১৪ সালে সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ৪ প্রতিযোগিতায় দলকে নেতৃত্ব দেন। তার অধীনে সিঙ্গাপুরের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক স্বীকৃত লেভেল ৩ কোচিং সনদধারী সালাহউদ্দিনকে বাংলাদেশের অন্যতম সফল দেশীয় কোচ হিসেবে বিবেচনা করা হয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একাধিক দলকে চ্যাম্পিয়ন করেছেন।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে লাল-সবুজেরা। এরপর ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। অবশ্য, এর আগে ৬ নভেম্বর ঢাকায় পা রাখবে আইরিশরা।