জোট নয়, এনসিপি এককভাবেই নির্বাচন করবে: নাহিদ ইসলাম
- ০৫ নভেম্বর ২০২৫, ১৫:০৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে এবং সে অনুযায়ী কাজ চলছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও সাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন পর্যন্ত জোট গঠনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি।
তিনি বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও সনদের আলোকে সংস্কারের দাবিগুলোতে কোনো দল সংহতি প্রকাশ করলে, জোটের বিষয়ে বিবেচনা করা হবে। এখন পর্যন্ত আমরা এককভাবেই নির্বাচনের চিন্তা করছি।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের গোদনাইলের নিহত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ।
এসময় নাহিদ ইসলাম বলেন, আমরা স্পষ্ট করে বলেছি যে, আমরা (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি) এককভাবে নির্বাচনে অংশ নেব। সেক্ষেত্রে আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার টার্গেট রাখছি। যারা ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের সম্মানে কিছু কিছু আসনে আমরা প্রার্থী দেব না, যেটা নাসিরুদ্দীন পাটওয়ারী ভাইও বলেছেন।
তিনি বলেন, যারা এলাকায় গডফাদারগিরি করে এবং যাদের টাকা আছে, তারাই সাধারণত নির্বাচনে দাঁড়ায়। আমরা বাংলাদেশের ইতিহাসে সেই নির্বাচনী সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। বরং এলাকার যে গ্রহণযোগ্য মানুষ বা সাধারণ মানুষের পাশে যাকে সবসময় পাওয়া যায়, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা এলাকার শিক্ষক, ইমাম সমাজের নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন, তাদেরকে আমরা নির্বাচনে দেখতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
জোট গঠনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, জোট রাজনৈতিক আদর্শের জায়গা থেকে হতে পারে। যদি এরকম কোনো পরিবেশ বা সম্ভাবনা তৈরি হয় এবং বিশেষ করে জুলাইয়ের আকাঙ্ক্ষা ও সনদের আলোকে আমাদের যে সংস্কারের দাবিগুলো রয়েছে, সেগুলোতে সঙ্গে যদি কোনো দল সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়ে বিবেচনা করব। কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবেই নির্বাচনের চিন্তা করছি।