ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে আলমসাধু চালকের মর্মান্তিক মৃত্যু

দুর্ঘটনাকবলিত গাড়ি
দুর্ঘটনাকবলিত গাড়ি © টিডিসি ফটো

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় আবুবকর কল্লোল (৩০) নামে স্যালোইঞ্জিনচালিত আলমসাধুর এক চালক নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকালে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুবকর কল্লোল চুয়াডাঙ্গা সদর উপজেলার জিবনে গ্রামের মীর আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাছ বোঝাই আলমসাধু নিয়ে কল্লোল ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। ডাকবাংলা বাজার পার হওয়ার পর পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যান আলমসাধুকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত সরে যায় বলে জানান তারা।

খবর পেয়ে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পিকআপ ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।