একাদশে রেজিস্ট্রেশনে ছবি আপলোড জটিলতা সমাধান করে নতুন বার্তা
- ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৮
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে ছবি আপলোড নিয়ে সমস্যার সমাধান করেছে কর্তৃপক্ষ। এখন থেকে ছবি আপলোড করলে স্বয়ংক্রিয়ভাবে রেজুলেশন পরিবর্তন হয়ে যাবে। একাদশে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
রেজিস্ট্রেশন কার্যক্রম গত রবিবার (২ নভেম্বর) শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলবে আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। কলেজগুলো ওয়েবসাইটে লগইন করে রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করবে বলে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন বার্তায় বলা হয়েছে, ছবি আপলোড সম্পর্কিত সমস্যার সমাধান করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানসমূহ যেকোন সাইজ এর ছবি আপলোড করতে পারবে। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তা ১২০*১৫০ রেজুলেশনে পরিবর্তন করে দেবে।
এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে।
আরও পড়ুন: ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ
শিক্ষা বোর্ডসমূহের আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইট (https://www.xiclassadmission.gov.bd) এর (College Login) প্যানেলে (কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) দিয়ে লগইন করতে হবে। আগামী ১৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের নিমিত্তে প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইনে প্রেরণের সমুদয় কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের জন্য এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে টিউটোরিয়াল দেখুন এখানে।