উল্টে যাওয়া অটোরিকশায় ট্রাকের ধাক্কা, তিন নারীসহ নিহত ৬

অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়
অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায় © সংগৃহীত

নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া সিএনজিচালিত একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে কবিরহাট-বসুরহাট সড়কের কবিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। অটোরিকশাটি মাইজদী শহর থেকে বসুরহাট যাচ্ছিল। 

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বসুরহাট যাওয়ার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে অনেকদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। আহত দুই নারীসহ তিনজনকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। বাকিরা হলেন–অটোরিকশার যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের সিরাজুল হকের ছেলে মো. সুমন (৩০), নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ও সেনবাগ উপজেলার ফকিরহাট গ্রামের আবুল কাশেমের ছেলে তানিম হাসান (২২) ও কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত খুরশিদ আলমের ছেলে অটোরিকশাচালক মো. শাহ আলম (৪৭)। 

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, দুর্ঘটনার পরপরই চালক ঘাতক ট্রাকটি রেখে পালিয়ে গেছেন। আমরা তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছি। এ ঘটনায় মামলা হবে।