শিক্ষক নিয়োগ দেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পদ ১৬, আবেদন নির্ধারিত ফরমে

১৬ শিক্ষক নিয়োগে আবেদন চলছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে
১৬ শিক্ষক নিয়োগে আবেদন চলছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ১৬ শিক্ষক নিয়োগে ২ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: সহযোগী অধ্যাপক;

বিভাগের নাম ও পদসংখ্যা—

*কীটতত্ত্ব-১টি;

*কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন-১টি;

*ফরেস্ট ইকোলজি-১টি;

*সিলভিকালচার-১টি;

*ফরেস্ট প্রটেকশন-১টি;

*কৃষিবনায়ন ও পরিবেশ-১টি;

*রিমোট সেনসিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম-১টি;

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে রুয়েট, পদ ৫৬, আবেদন নির্ধারিত ফরমে

২. পদের নাম: সহকারী অধ্যাপক;

বিভাগের নাম ও পদসংখ্যা—

*কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন-২টি;

*ফরেস্ট ইকোলজি-১টি;

*সিলভিকালচার-১টি;

*ফরেস্ট প্রটেকশন-১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা;

৩. পদের নাম: প্রভাষক;

বিভাগের নাম ও পদসংখ্যা—

*কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন-১টি;

*ফিশারিজ বায়োলজি অ্যান্ড এ্যাকোয়‍্যাটিক এনভাইরনমেন্ট-১টি;

*অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি-১টি;

*এগ্রি-বিজনেস-১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পদ ২৫, আবেদন নির্ধারিত ফরমে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবদেন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ২০০ টাকা এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যায়ের অনুকূলে, সোনালী ব্যাংক পিএলসি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর শাখায় জমা দিতে হবে;  

আবেদনপত্র জমাদানের শেষ সময়: আগামী ২ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট