মনোনয়ন পেয়ে ভাইয়ের সমর্থকদের ওপর হামলার অভিযোগ

মনোনয়ন পেয়ে ভাইয়ের সমর্থকদের ওপর হামলার অভিযোগ
মনোনয়ন পেয়ে ভাইয়ের সমর্থকদের ওপর হামলার অভিযোগ © সংগৃহীত

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে সাবেক ক্রীড়ামন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল মনোনয়ন পেয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মনোনয়ন ঘোষণা হলে পুতুলের ভাই ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা মনোনয়ন বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, মনোনয়ন ঘোষণার পর রাতেই পুতুলের সমর্থকদের হাতে হামলার শিকার হন ডা. রাজনের অনুসারীরা। হামলায় একজন আহত হন। আহত জিল্লুর রহমান জানান, তিনি ছাত্রদলের কর্মী এবং দীর্ঘদিন ধরে রাজন ভাইয়ের সাথে রাজনীতি করে আসছেন। তার দোকানে অতর্কিত হামলা চালিয়ে তাকে মারধর করা হয়েছে।

হামলার প্রতিবাদে রাজনের সমর্থকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন, যা কিছুক্ষণ যান চলাচল বন্ধ রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আগুন জ্বালানোর কারণে সাময়িক যান চলাচল বন্ধ ছিল, পরে পুলিশ আগুন নিভিয়ে সড়ক স্বাভাবিক করে।

অপরদিকে, ডা. ইয়াসির আরশাদ রাজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।