মাদ্রাসা এবং কারিগরি শিক্ষায় যুক্ত হল ব্যবসায় শিক্ষা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর লোগো
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর লোগো © টিডিসি সম্পাদিত

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা যুগোপযোগী করণ, সম্প্রসারণ ও আধুনিকীকরণের লক্ষ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত মাদ্রাসাসমূহে দাখিল ৯ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হবে।
 
সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর সালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি মাদ্রাসা (দাখিল ও আলিম) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২৫ এর পরিশিষ্ট-৩ উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে মাদ্রাসা শিক্ষা যুগোপযোগী করণ, সম্প্রসারণ ও আধুনিকীকরণের লক্ষ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত মাদ্রাসাসমূহে দাখিল ৯ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হবে। সে লক্ষ্যে মাদ্রাসা সমূহ হতে নিম্নবর্ণিত শর্তে ব্যবসায় শিক্ষা শাখা খোলার জন্য অনলাইনে আবেদন আহবান করা হলো।

২০২৬ সালে দাখিল ৯ম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করতে যেসব মাদ্রাসা কর্তৃপক্ষ ইচ্ছুক; তাদের আগামী ১৩.১১.২০২৫ খ্রি. তারিখের মধ্যে সরাসরি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকুলে ৩০০০ (তিন হাজার) টাকার ব্যাংক ড্রাফট জমা দিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হলো বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।