প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জটিলতা কাটল
- ০৩ নভেম্বর ২০২৫, ১৫:৩৫
প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মাধ্যমে জটিলতা কাটল সহকারী শিক্ষক নিয়োগের। এর মধ্যেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য টেলিটকের সঙ্গে মিটিং করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার (৩ নভেম্বর) সকালে এই মিটিং সম্পন্ন হয়।
এর আগে গত আগস্টে প্রকাশিত বিধিমালার বিজ্ঞান বিভাগের ২০ শতাংশ কোটা নিয়ে জটিলতা দেখা দেয়। বিধিতে বলা হয়, ‘এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য ৯৩% পদ মেধাভিত্তিক প্রার্থীগণের দ্বারা, তন্মধ্যে ২০% পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণের দ্বারা এবং ৮০% পদ ‘অন্যান্য বিষয়ে’ স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণের দ্বারা মেধাক্রম অনুযায়ী নিয়োগযোগ্য হইবে’
এ প্রজ্ঞাপনের পর বিজ্ঞান বিভাগের প্রার্থীদের ২০ শতাংশ কোটায় আবদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন চাকরিপ্রার্থীরা। পরে বিধিমালা সংশোধন করে আবারো প্রজ্ঞাপন প্রাকাশ করা। সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী সরাসরি নিয়োগযোগ্য মোট ৯৩ শতাংশ পদ মেধাভিত্তিক প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে। এর মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত থাকবে, আর বাকি ৮০ শতাংশ পদ বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতকদের জন্য।’
নতুন বিধি অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ কোটা রাখা হয়েছে। এর পাশাপাশি বাকি ৭৩ শতাংশ সাধারণ প্রার্থীদের থেকেও তাদের নিয়োগ দেওয়া হবে।
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম বলেন, ইতোমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই দ্রুত সার্কুলার প্রকাশের জন্য আমরা টেলিটকের সঙ্গে আজ একটি মিটিং করেছি। অনলাইনে আবেদনের জন্য টেলিটককে সফটওয়্যার ডেভেলপ করার কথা বলা হয়েছে। অল্প সময়ের মধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।