গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ: ৫০০ জনের বিরুদ্ধে মামলা

শ্রমিকদের বিক্ষোভ
শ্রমিকদের বিক্ষোভ © টিডিসি ফটো

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকদের আন্দোলনের সময় কারখানায় ব্যাপক ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে শ্রমিকদের বিরুদ্ধে। এ ঘটনায় অজ্ঞাত ৫০০ শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এএ ইয়ার্ন মিলস লিমিটেড কর্তৃপক্ষ।

গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ। মামলায় প্রাথমিকভাবে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির উল্লেখ করা হয়েছে। অভিযোগে আসবাবপত্র ও মেশিন লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘গত ২৩ অক্টোবর শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করে। একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে কারখানার বিভিন্ন ফ্লোরে ভাঙচুর চালায়। যে মেশিনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর একেকটির দাম প্রায় দেড় কোটি টাকা। এছাড়া শতাধিক কম্পিউটার-ল্যাপটপ ভাঙচুর ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ লুট করা হয়েছে।'

তিনি আরও বলেন, ‘২৪ অক্টোবর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের পরও তারা তিন দিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালায়। শ্রমিকদের এই তাণ্ডবে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত ৫০০ শ্রমিককে আসামি করে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের জৈনা বাজার এলাকায় অবস্থিত এএ ইয়ার্ন মিলস লিমিটেডের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। এসময় তারা কারখানায় ভাঙচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করেন।

পরে ২৭ অক্টোবর কারখানা কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এর পরদিন থেকেই শ্রমিকরা কারখানা পুনরায় চালুর দাবিতে পরপর তিনদিন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে আসছিলেন।