দেশে ফিরছেন জামায়াত আমির

বাাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বাাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) দেশে ফিরছেন বাাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন ভোরে তিনি দেশে ফিরবেন বলে দলটির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে।

এক বার্তায় বলা হয়েছে, ‘আগামীকাল ভোরে আমীরে জামায়াত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরবেন।’ জানা গেছে, ওমরাহ পালনের উদ্দেশে গত ১৯ অক্টোবর সৌদি আরবে যান জামায়াত আমির শফিকুর রহমান। সেখান থেকে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র সফরে যান তিনি। 

আরও পড়ুন: তিন মাস পর সারাদেশের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিউইয়র্কে সংবাদ সম্মেলনেও অংশ নেন জামায়াত আমির। পরে তিনি যুক্তরাজ্যও সফর করেন বলে জানা গেছে। সফর শেষে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবেন ডা. শফিকুর রহমান।

২০২৬-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার (১ নভেম্বর) রাতে এ ঘোষণা করেন দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।