৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © ফাইল ফটো

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রবিবার ও সোমবারের মধ্যরাতে মাজার-ই-শরীফ শহরের কাছে হিন্দু কুষ অঞ্চলের খোলম এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।

স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে মাটির প্রায় ২৮ কিলোমিটার গভীরে কম্পনটি অনুভূত হয়। রাজধানী কাবুল থেকেও ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপির স্থানীয় প্রতিনিধি।

ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের সহায়তার জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত নতুন এই ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মাত্র দুই মাস আগেই আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে। এবারের ভূমিকম্পে আতঙ্কিত মাজার-ই-শরীফের বহু বাসিন্দা গভীর রাতে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন, আশঙ্কা করেন ভবন ধসে পড়ার।

এর আগে ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে দেড় হাজার মানুষ নিহত ও ৬৩ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। এ বছরের ৩১ আগস্ট ৬ মাত্রার আরেকটি অগভীর ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়, যা দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত।

বিশেষজ্ঞরা জানান, আফগানিস্তান প্রায়ই ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। বিশেষ করে হিন্দু কুষের পাহাড়ি অঞ্চলে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় দেশটিতে ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বেশি থাকে। [সূত্র: এএফপি]