নির্বাচনের পরই বইমেলা

বইমেলা
বইমেলা © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে যথারীতি ফেব্রুয়ারিতেই শুরু হবে অমর একুশে বইমেলা। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই বইমেলার সময়সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

আজ রবিবার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই বইমেলার তারিখও ঘোষণা করা হবে।

জানা গেছে, বৈঠকে সম্ভাব্য কয়েকটি সময়ের প্রস্তাব দেয় বইমেলা আয়োজনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এ সময় রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এসব প্রস্তাবের মধ্যে জাতীয় নির্বাচনের পরপরই ফেব্রুয়ারিতেই বইমেলা আয়োজনের প্রস্তাবটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়।