ডিবেট ফর ডেমোক্রেসি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিইউবিটি

ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিইউবিটি
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিইউবিটি © সৌজন্যে প্রাপ্ত

এটিএন বাংলার আয়োজিত ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ অনুষ্ঠানের ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিইউবিটি ‘জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কাঠামো অপেক্ষা রাজনৈতিক সদিচ্ছাই বেশি জরুরি’ প্রস্তাব বিষয়ে এ বির্তক অনুষ্ঠিত হয়। বিরোধী দল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিইউবিটি। 

ডিবেটিং ক্লাব অব বিইউবিটির এ সাফল্যে আনন্দ প্রকাশ করে বিইউবিটি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে এমন অসাধারণ যুক্তি, বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে। এটি শুধু ডিবেটিং ক্লাবের নয়, পুরো বিইউবিটি পরিবারের একটি সম্মিলিত সাফল্য। আমরা আমাদের শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ ও মেধার উৎকর্ষে সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখব।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবং সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ অসাধারণ সাফল্যের জন্য বিইউবিটি পরিবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে ডিবেটিং ক্লাব অব বিইউবিটির সকল বক্তা ও পরামর্শদাতাদের, যাদের অক্লান্ত পরিশ্রম, যুক্তি ও মেধার আলোকে এ অর্জন সম্ভব হয়েছে।