এবার শাপলা কলি স্লোগান হাসনাত আব্দুল্লাহর

বরিশালে শিল্পকলা অডিটোরিয়ামে শাপলার কলি স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেতাকর্মী
বরিশালে শিল্পকলা অডিটোরিয়ামে শাপলার কলি স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেতাকর্মী © ভিডিও থেকে নেওয়া

প্রতীক হিসেবে অবশেষে শাপলার কলিকেই বেছে নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এর আগে এ প্রতীকটি নিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলটির নেতারা। এদিকে শাপলার কলি স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

আজ রবিবার (২ নভেম্বর) বরিশালে শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত এক সভায়  হাসনাত আব্দুল্লাহর সঙ্গে শাপলা কলি স্লোগানে মুখরিত হয়ে উঠে অডিটোরিয়াম। 

জানা গেছে, আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে শাপলার কলি প্রতীক বেছে নেওয়ার কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী। 

আরও পড়ুন : শাপলার কলি প্রতীকই বেছে নিল এনসিপি 

এসময় দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাপলা কলিসহ কয়েকটি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় এনসিপি ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করে আজকে একটা আবেদন দিয়েছে। এরমধ্যে প্রথমে আছে শাপলা, দ্বিতীয়তে আছে সাদা শাপলা এবং তৃতীয় শাপলা কলি আছে। সেক্ষেত্রে শাপলা কলি পেলে এনসিপি মেনে নেবে।

এর আগে গত ৩০ অক্টোবর ‘শাপলা কলি’ মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা বলে মন্তব্য করেন এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, এটি এনসিপিকে বাচ্চা বা অনুজ হিসেবে বোঝানোর একটি চেষ্টা বলেও মন্তব্য করেন এই নেত্রী।

একই সময়েও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও ‘শাপলা কলি’ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করবেন বলে জানিয়েছিলেন। তবে আজ ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনে যাচ্ছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা কলি যুক্ত করা হয়েছে। অথচ এনসিপি দীর্ঘদিন ধরে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছে।