পাবনায় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রাহকরা
প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রাহকরা © টিডিসি

পাবনায় প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। রবিবার (২ নভেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবে সামনে আব্দুল হামিদ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান গ্রাহকরা। পরে জেলা প্রসাশকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা মানবাধিকার ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তৌফিক হাবিব, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সিনিয়র সহসভাপতি মুস্তাকিম সবুজসহ অনেকে।

বক্তারা বলেন, জেলার সকল প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। পূর্বের পোস্টপেইড মিটার ব্যবস্থা ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও সমাধানের জন্য যায় জরুরী মনিটরিং সেল গঠন করাসহ বিদ্যুৎ বিল ও মিটার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে জনগণের মতামত নেওয়ার প্রক্রিয়া চালু করতে হবে। এই সকল দাবি সমূহ মানা না হলে কঠোর হুঁশিয়ার দেন তারা।