জনবল নিয়োগ দেবে বোয়েসেল, পদ ১৪, আবেদন অনলাইনে
- ০২ নভেম্বর ২০২৫, ১৭:৩৭
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটি ৭ থেকে ১৬তম গ্রেডে ৫ পদে ১৪ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৩ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল);
১. পদের নাম: সহকারী মহাব্যবস্থাপক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ২১,০০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭);
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়;
*সরকারি/বিধিবদ্ধ সংস্থা/স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রশাসন/হিসাব/কর্মী ব্যবস্থাপনা/পরিকল্পনা/ গবেষণা/মার্কেটিং উন্নয়নমূলক কার্যক্রমে ৯ম গ্রেড বা সমমানের পদে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*ইংরেজি ভাষাসহ অন্য যেকোনো একটি বিদেশি ভাষায় পারদর্শী হতে হবে;
আরও পড়ুন: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে বড় নিয়োগ, পদ ৯৯, আবেদন অনলাইনে
২. পদের নাম: উপব্যবস্থাপক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহনযোগ্য নয়;
*কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে;
*ইংরেজি ভাষাসহ অন্য যেকোনো একটি বিদেশি ভাষায় পারদর্শী হতে হবে;
আরও পড়ুন: পরিবেশ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক;
পদসংখ্যা: ৬টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়;
*মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতাসহ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে;
*ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে;
আরও পড়ুন: মোংলা বন্দর কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৩, নেবে কর্মকর্তা-কর্মচারী
৪. পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো স্বরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়;
*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে;
*এক্সেল শিট প্রস্তুতকরণ, পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন প্রস্তুত ও মাল্টিমিডিয়া অপারেশনে দক্ষ হতে হবে;
আরও পড়ুন: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৫, আবেদন নির্ধারিত ফরমে
৫. পদের নাম: ইলেকট্রিশিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*স্বীকৃত বোর্ড থেকে ২ বছর মেয়াদি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) থাকতে হবে;
*সরকারি, স্বায়ত্বশাসিত বা অন্য কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে;
*NTVQF Level-1 উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: বিমান বাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩০৮, আবেদন অনলাইনে
প্রার্থীরা বয়স: ১ নম্বর পদের জন্য ৩৫ থেকে ৪০ বছর। অন্যান্য পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা আরও ৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৩ নম্বর পদের জন্য ১৬৮ টাকা এবং ৪ ও ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ২৩ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইট