কর্মকর্তা নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে, আবেদন অনলাইনে
- ০২ নভেম্বর ২০২৫, ১৬:৪৫
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। সংস্থাটি ৩ পদে ৩ কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। পদগুলোতে নিয়োগ দেওয়া হবে স্থায়ী ভিত্তিতে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ);
১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সিস্টেম);
পদসংখ্যা: ১টি;
২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন);
পদসংখ্যা: ১টি;
আরও পড়ুন: কর্মকর্তা নিয়োগ দেবে পিকেএসএফ, পদ ৮, কর্মস্থল ঢাকা
৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং);
পদসংখ্যা: ১টি;
বেতন-ভাতা (সব পদের ক্ষেত্রে): ৫১,০০০ টাকা;
প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন এইচএসসি পাসেই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ নভেম্বর ২০২৫;
আগ্রহী প্রার্থীগণকে উল্লিখিত পদগুলোর Terms of Reference (ToR) দেখার জন্য পিকেএসএফ ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: পিকেএসএফের অফিশিয়াল ওয়েবসাইট