জবি ছাত্রদলের ৩ নেতাকে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব প্রদান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ৩ নেতাকে দপ্তর ও সহ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। আজ রবিবার (২ নভেম্বর) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক গতিশীলতার প্রয়োজনে যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল মামুন ডেনিকে দপ্তর সম্পাদক এবং সদস্য মো. ফজলে রাব্বী ও মু. ফজলে রাব্বীকে সহ-দপ্তর সম্পাদকের চলতি দায়িত্বে মনোনীত করা হয়েছে। 

তাদের মেধা ও মননের সহযোগে জবি ছাত্রদলের দাপ্তরিক কার্যাবলিতে সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দৃঢ়ভাবে বিশ্বাস করে। 

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।